ICDS Recruitment : কিছুদিন আগে অঙ্গনারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হল জেলা ভিত্তিক। আরো একবার পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আনন্দের সংবাদ, রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা এই পদ গুলোতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে চাকরি প্রার্থীর এই পথের জন্য আবেদন করতে পারবে তা নিচে সবিস্তারে আলোচনা করা হলো।
WB ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024
পশ্চিমবঙ্গে আইসিডিএস পদে বিভিন্ন জেলায় সবেমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া নিম্নে সব বিস্তারে আলোচনা করা হলো।
পদের নাম কি : অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার।
কতগুলি শূন্য পদে আবেদন করা যাবে : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য ৩৫০০০ আইসিডিএস (ICDS) কর্মী নিয়োগের জন্য ঘোষণা করেছেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় এই নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হয়েছে নির্দিষ্ট জেলার জন্য যে শূন্য পদ গুলি রয়েছে তা নিম্নে আলোচনা করা হয়েছে।
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা : এখানে দুইটি পদের জন্য আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনকারী প্রার্থীরা নির্দিষ্ট স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন : Central Govt Scheme : সরকারের জনপ্রিয় কিছু জনকল্যাণ প্রকল্প
আবেদন করার জন্য নির্দিষ্ট নথি : এই প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রার্থীদের ফটো ও সিগনেচার ছাড়াও মোবাইল নাম্বার ইমেইল আইডি আধার কার্ড নম্বর উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট বা কোন সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হওয়া পাস সার্টিফিকেট আবেদনের জন্য দরকার হবে।
আবেদনকারী প্রার্থীদের বয়স সীমা : এই পথগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরকৃত প্রার্থীরা এই পথগুলিতে আবেদন করার জন্য বয়সের ছাড় পাবেন।
আবেদনকারী প্রার্থীদের বেতন পরিকাঠামো : এই দুই পদে আবেদনকারী প্রার্থীদের বেতন পরিকাঠামো নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আগে কর্মরত প্রার্থীদের যে বেতন দেয়া হচ্ছে সেই নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
কোন প্রক্রিয়া প্রার্থীদের নিয়োগ করা হবে : আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপে, প্রথম ধাপ হল ৯০ নম্বরের লিখিত পরীক্ষা। দ্বিতীয় ধাপ বল ১০ হলো নম্বরের ইন্টারভিউ, দুটি ধাপে প্রার্থীরা উত্তীর্ণ হলে সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হবে নির্দিষ্ট পদের জন্য।
চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন : আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট পদে আবেদন করার জন্য নিম্নলিখিত লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন, অথবা কাছাকাছি কোন বাংলা সহায়তা কেন্দ্র (BSK) গিয়ে নির্দিষ্ট পদের জন্য তারা আবেদন করতে পারে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারে।
অনলাইন আবেদনের শেষ তারিখ : উপরিউক্ত দুই পদে আবেদন প্রক্রিয়া অনলাইন শুরু হয়েছে ১১/০৭/২০২৪ এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৫/০৮/২০২৪ বিকাল ৫:৩০ পর্যন্ত।
পরীক্ষার সিলেবাস :
- মাতৃভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে ( অষ্টম শ্রেণি সমতুল্য ) ১৫ নাম্বার।
- গণিত ( অষ্টম শ্রেণি সমতুল্য ) ২০ নাম্বার।
- পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান (মাল্টি চয়েস টাইপ) ১৫ নম্বর।
- ইংরেজি ভাষা ( আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সহজ ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে ) অষ্টম শ্রেণীর সমতুল্য MCQ ২০ নম্বর।
- সাধারণ জ্ঞান MCQ ২০ নম্বর।
প্রার্থী নির্দিষ্ট পরীক্ষায় ৩০ নম্বর পেলে উত্তীর্ণ হবে এবং ১০ নাম্বারের ইন্টারভিউর জন্য পরবর্তীতে ডাকা হবে।
মনে রাখবেন : প্রার্থীরা আবেদন করার সময় যদি কোন ভুল ইনফরমেশন প্রয়োগ করেন যেমন, বয়সের প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র এইসব ভুল নথি প্রয়োগ করলে প্রার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি :
Dinhata II (Main) | Download |
Dinhata II (Addl) | Download |
Mathabhanga I (Main) | Download |
Mathabhanga I (Addl) | Download |
Mathabhanga II (Main) | Download |
Mathabhanga II (Addl) | Download |
Sitalkuchi | Download |
গুরুত্বপূর্ণ লিংক :
বিজ্ঞপ্তি | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click hare |
নতুন চাকরির খবর | Click hare |