SSC Stenographer Recruitment 2024: গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রচুর চাকরি, এখনই দেখুন

SSC Stenographer Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC Stenographer Recruitment 2024: নিত্যদিন বেকারত্বের বৃদ্ধি বাড়ছে দেশের কোনায় কোনায় আর এই বেকারত্বের সমস্যার সমাধানের জন্য দেশ এবং রাজ্যে কাজ করে চলছে। একদিকে যেমন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে কমে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সমাজে বেকার ছাত্রছাত্রীরা হন্যে হয়ে ঘুরছে সরকারি বেসরকারি সংস্থায় নিজেকে যুক্ত করার জন্য এবং নিজের ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

এমনও তো অবস্থায় স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার (SSC) গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যা কিছুটা হলেও বেকারত্বের সমস্যার সমাধানের ওষুধ বলে মনে করা হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশনার সারাদেশে ২০০০ ও বেশি গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য নিয়োগ করবে। স্টাফ সিলেকশন কমিশনার তাদের অফিসের ওয়েবসাইটে স্টেনোগ্রাফার (SSC) গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য ২৬ /০৪ /২০২৪ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

SSC Stenographer Recruitment 2024: বিজ্ঞপ্তি

স্টাফ সিলেকশন কমিশনার (SSC ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ শে জুলাই ২০২৪ গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশনার এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২০০০ বেশি স্টেনোগ্রাফার গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করে নিতে পারবেন।

SSC Stenographer Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

স্টাফ সিলেকশন কমিশনারের স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম টুয়েলভ পাস হতেহবে। এছাড়াও আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনারের অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে চেক করে নেবেন শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড দেখার জন্য।

SSC Stenographer Recruitment 2024: সংক্ষিপ্ত বিবরণ

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি ও গ্রুপ সি পদের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে আলোচিত।

স্পেসিফিকেশন

ডিটেলস

পরীক্ষার নাম

এসএসসি স্টেনোগ্রাফার 2024

পরীক্ষার স্তর

সরাদেশে

পরিচালনা সংস্থা

এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন)

পরীক্ষার  পদ্ধতি

অনলাইন

বিজ্ঞপ্তির তারিখ

26ই জুলাই 2024

অনলাইন আবেদনের  তারিখ

26ই জুলাই

আবেদনের শেষ তারিখ

24ই আগস্ট 2024

মোট শূন্য পদ

২০০৬

শিক্ষাগত যোগ্যতা

টুয়েলভ পাস সমতুল্য

আবেদন ফি

১০০টাকা/-

বয়স

গ্রুপ সি ১৮ থেকে ৩০ / গ্রুপ ডি ১৮ থেকে ২৭

অফিসের ওয়েবসাইট

https://ssc.gov.in/

SSC Stenographer Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের কিছু গুরুত্বপূর্ণ তারিখে আলোচিত।

কার্যকলাপ

তারিখ

আবেদন শুরুর তারিখ

26ই জুলাই 2024

আবেদনের শেষ তারিখ

24ই আগস্ট 2024

আবেদন ফি প্রদানের শেষ তারিখ

১৮/০৮/২০২৪

পরীক্ষা  তারিখ

অক্টোবর/নভেম্বর 2024

SSC স্টেনোগ্রাফার অ্যাডমিট কার্ড

ঘোষণা করা হবে

SSC স্টেনোগ্রাফার ফলাফল 2024

ঘোষণা করা হবে

SSC স্টেনোগ্রাফার কাট অফ 2024

ঘোষণা করা হবে

SSC Stenographer Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি ও গ্রুপ সি পদে পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিচে আলোচিত।

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার নির্বাচন দুইটি পর্যায়ে গঠিত হবে প্রথমটি হলো লিখিত পরীক্ষা এবং অপরটিলো দক্ষতা পরীক্ষা।

  1. লিখিত পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার্থীরা সময় পাবেন দুই ঘন্টা মোট প্রশ্ন থাকবে ২০০টি এবং সর্বোচ্চ মার্ক ২০০, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ মার্ক করে দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য – 0.25 নাম্বার নেগেটিভ মার্কিন করা হবে, অপ্রত্যাশিত প্রশ্নগুলির জন্য জিরো নাম্বার দেয়া হবে।
  2. স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি এবং গ্রুপ সি যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদেরকে দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে, সকল উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে, স্টোনোগ্রাফারা গ্রেট সি পদের জন্য প্রার্থীদের ইংরেজি/ হিন্দিতে ১০ মিনিটের ১০০ টি শব্দের গতি এবং গ্রেট ডি পদের জন্য ৮০টি শব্দের গতি নির্দেশন দেওয়া হবে। বিষয়টি বিষয়টি কম্পিউটারে ট্রান্সক্রাইব করতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবেন।

SSC Stenographer Recruitment 2024: পরীক্ষার প্যাটার্ন

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি ও গ্রুপ সি পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিলেবাস প্রকাশ করেছে তা নিয়ে আলোচিত।

অধ্যায়

প্রশ্নপ্রাপ্ত নম্বর

সময়

জেনারেল অবরেনেস

5050

২ ঘন্টা

 জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসনিং

50

50

 ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড কম্প্রিহেনশন

100

100

টোটাল মার্কস

200

200

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি ও গ্রুপ সি পদে পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস বিষয় আরো বিস্তারিত জানার জন্য অফিশিয়ালি ওয়েবসাইট ভিজিট করুন।

SSC Stenographer Recruitment 2024: বয়সসীমা

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি ও গ্রুপ সি  উভয় পদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বয়স সীমা নির্ধারণ করা আছে তা নিম্নে আলোচিত।

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ ডি প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার গ্রুপ সি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

SSC Stenographer Recruitment 2024: বেতন

স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে স্যালারি স্ট্রাকচার অফার করেছে তা নিচে আলোচিত।

স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য বেতন হবে 9,300 টাকা থেকে 34,800/- টাকার স্কেলে। স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য বেতন হবে 5,200 টাকা থেকে 20,200/- টাকার স্কেলে।

SSC Stenographer Recruitment 2024 আবেদন ফি: স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহিলা প্রার্থী এবং SC/ST, প্রাক্তন সৈনিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধীপ্রার্থীদের জন্য কোনও ফি নেই।  আবেদনের ফি 100 টাকা। জেনারেল, EWS এবং OBC স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০০ টাকা ফি ধার্য করেছে।

SSC Stenographer Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীরা অনলাইনে যেভাবে আবেদন করবে তা নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।

  1. স্টাফ সিলেকশন স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল (https://ssc.gov.in/) ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  2. এরপর সেখান থেকে এপ্লাই অপশনটিতে ক্লিক করুন।
  3. এপ্লাই অপশনটিতে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি এপ্লাই আপনাকে এখানেও এপ্লাই অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর আপনার সামনে ক্যান্ডিডেট লগইন পেজ ওপেন হবে সেখানে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, আপনার যদি আগে থেকে লগইন আইডি বানানো থাকে তাহলে আপনি সেগুলি দিয়ে লগইন করতে পারেন আর যদি লগইন আইডি বানানো না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড করে নিতে পারেন।
  5. সফলভাবে লগইন সম্পুন্য হলে যোগ্যতা বয়স ঠিকানা এবং অন্যান্য তত্ত্ব সম্পর্কিত বিবরণ লিখুন।
  6. সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হলে একবার যাচাই করুন তারপর পরের ধাপ এগিয়ে যাওয়ার জন্য সাবমিট অপশনে ক্লিক করুন।
  7. পরবর্তী ধাপে সঠিক মাপের  ফটো ও সিগনেচার আপলোড করে দিন।
  8. এরপর ফাইনাল সাব মিশনে ক্লিক করুন ফাইনাল সাবমিশন হয়ে গেলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অনলাইনে জমা করে দিন (যাদের ফি লাগবে)।

SSC Stenographer Recruitment 2024

গুরুত্বপূর্ণ লিংক: 
Official Website

Click Hare

Notification

Click Hare

Apply Online

Click Hare

Our Website

Click Hare

New Job

Click Hare

FAQs:

স্টাফ সিলেকশন কমিশনার স্টেনোগ্রাফার কোন কোন পদে হবে?

  1. গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য আবেদন চলছে।

আবেদনের শেষ তারিখ কবে?

  1. আবেদনের শেষ তারিখ 24ই আগস্ট 2024

আবেদন করার জন্য কত টাকা ফি জমা দিতে হবে?

  1. ১০০ টাকা ফি জমা দিতে হবে ( মহিলা প্রার্থী এবং SC/ST, প্রাক্তন সৈনিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধীপ্রার্থীদের জন্য কোনও ফি নেই)।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা?

  1. গ্রুপ ডি ও গ্রুপ সি পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে টুয়েলভ পাস সমতুল্য হতে হবে।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment