SSC GD Recruitment 2025: SSC GD আবেদনের তারিখ ঘোষণা হয়েছে এখনি দেখুন

SSC GD Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC GD Recruitment 2025: স্টাফ সিলেকশন কমিশনার হল ভারত সরকারের অন্যতম প্রধান নিয়োগকারী সংস্থা এই সংস্থার মাধ্যমে ইন্ডিয়ান গভমেন্টের বিভিন্ন চাকরির নিয়োগ করে থাকে এই কর্তৃপক্ষ। ভারত সরকারের এই প্রধান নিয়োগকারী সংস্থা ৫ই সেপ্টেম্বর এসএসসি জিডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলছে।

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের জন্য এই কর্তৃপক্ষ প্রচুর সংখ্যক নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনার জিডি পদে নিয়োগ করতে চলেছে গোটা দেশে।

এসএসসি জিডি পদে আবেদন করার জন্য আগ্রহে আবেদনকারী প্রার্থীদের কি কি যোগ্যতা ও কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার তা এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে অনুগ্রহ করে প্রতিবেদনটি সযত্নে পড়ে নেবেন।

SSC GD Recruitment 2025: বিজ্ঞপ্তি

স্টাফ সিলেকশন কর্তৃপক্ষের অধীনেপ্রচুর শূন্য পদে জিডি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আগামী ৫ই সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে এসএসসি জিডি কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে পারবে।

এসএসসি স্টাফ সিলেকশন কমিশনার জেনারেল জিডিপদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ করতে চলেছে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPFs), জাতীয় তদন্ত সংস্থা (NIA), সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (SSF), এবং আসাম রাইফেলসের রাইফেলম্যান (GD) পদে।

SSC GD Recruitment 2025

SSC GD Recruitment 2025: সংক্ষিপ্ত বিবরণ

সএসসি জিডি পদে আবেদন জন্য ও অন্য সমস্ত কিছু সম্বন্ধে আগ্রহে আবেদনকারী প্রার্থীদের সুবিধার্থে নিচের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে অনুগ্রহ করে দেখে নেবেন।

বিভাগের নামস্টাফ সিলেকশন কমিশন
পোস্টের নামএসএসসি জিডি (সাধারণ দায়িত্ব) পদ
মোট শূন্য পদশীঘ্রই উপলব্ধ
বয়সন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স 23 বছর
আবেদন ফিসাধারণ / OBC / EWS: 100/- SC/ST: 0/-
আবেদনের তারিখআগস্ট 2024
Apply NowClick Here
Notification৫ই সেপ্টেম্বর
ওয়েবসাইটssc.gov.in
SSC GD Recruitment 2025: শিক্ষাগত যোগ্যতা

এসএসসি জিডি নিয়োগের শূন্য পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে শিক্ষাগত যোগ্যতা ধার্য করেছে তা হলো, এসএসসি জিডি পদে যে সকল আগ্রহী আবেদনকারী প্রার্থী আবেদন করতে ইচ্ছুক সেই সকল আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত স্কুল থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে পারবে এছাড়াও খুব শীঘ্রই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে থেকে আবেদনকারী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ক ধারণা নিতে পারবেন।

SSC GD Recruitment 2025: বয়সের মানদণ্ড

স্টাফ সিলেকশন কমিশনের জিডিপদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বয়সের মাননীয় ধার্য করেছে তা হল, আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে তারা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এস সি ক্যাটাগরি আবেদনকারী প্রার্থীদের জন্য 5 বছরের বয়সের ছাড় ওবিসি ও অন্যান্যদের জন্য 3 বছরের বয়সের ছাড় ধার্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

SSC GD Recruitment 2025: শূন্য পদ

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে জিডিপ পদের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরুষ ও মহিলা আবেদনকারী প্রার্থীদের জন্য শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, আগামী ৫ই সেপ্টেম্বর অফিসের বিজ্ঞপ্তি মাধ্যমে।

SSC GD Recruitment 2025: আবেদন ফি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিডি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন করার জন্য যে আবেদন ফি ধার্য করেছে তা হল, সাধারণ / OBC / EWS জন্য 100 টাকা, ও SC/ST জন্য শূন্য।

SSC GD Recruitment 2025: শারীরিক মান

স্টাফ সিলেকশন কমিশনার জিডিপদে আবেদনকারী প্রার্থীদের জন্য যে শারীরিক মান ধার্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা হল।

  1. উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য, ন্যূনতম উচ্চতা 170 সেমি এবং মহিলা প্রার্থীদের জন্য, 157 সেমি হতে হবে।
  2. বুক: পুরুষ প্রার্থীদের জন্য, অপ্রসারিত বুক 80 সেমি এবং প্রসারিত বুক 85 সেমি হতে হবে।
  3. ওজন: প্রয়োজনীয়তা উচ্চতা এবং বয়সের উপর ভিত্তি করে আনুপাতিকভাবে নির্ধারিত হয়, চিকিৎসা মান মেনে চলে।
SSC GD Recruitment 2025: নির্বাচন প্রক্রিয়া

এসএসসি জিডি পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের কে দুটি পর্যায়ে নিয়োগ করা হবে প্রথমটি হল কম্পিউটার ভিত্তিক (CBE) পরীক্ষা এবং দ্বিতীয়টি শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)

  1. কম্পিউটার ভিত্তিক (CBE): কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের কে অবজেক্টিভ টাইপ মাল্টি চয়েস প্রশ্নোত্তর করতে হবে।
  2. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET): পুরুষ প্রার্থীরা 24 মিনিটে 5 কিমি দৌড়াতে হবে এবং মহিলা প্রার্থীরা 8 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি দৌড়াতে হবে, এছাড়া আবেদনকারী প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করানো হবে।
SSC GD Recruitment 2025: আবেদন প্রক্রিয়া

স্টাফ সিলেকশন কমিশনার জিডিপদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, আশা করা যাচ্ছে এ বছর আগস্ট মাসের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করবে তৎক্ষণাৎ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব অনলাইন প্রক্রিয়ার সম্বন্ধে, আপনারা অফিশিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিংক: 
Apply NowClick Here
NotificationClick Here
New JobsClick Here
Our Website  Click Here
FAQs:

SSC GD বিজ্ঞপ্তি প্রকাশ ?

  1. ৫ই সেপ্টেম্বর।

SSC GD আবেদনের তারিখ ?

  1. ৫ই সেপ্টেম্বর।

SSC GD  মোট শূন্য পদ ?

  1. শীঘ্রই উপলব্ধ।

SSC GD আবেদন প্রক্রিয়া ?

  1. অনলাইন।

SSC GD আবেদন ফি ?

  1. সাধারণ / OBC / EWS: 100/- SC/ST: 0/-
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment