SAMEER Recruitment 2024: রাজ্যে MTS ও Clerk পদে নিয়োগ আবেদন করুন

Sameer Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SAMEER Recruitment 2024: রাজ্যে আরব নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য একটা খুশির খবর, কারণ প্রতিটি বেকার শিক্ষাতীর প্রয়োজন কর্মসংস্থান।কর্মসংস্থান যেমন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যায় সঙ্গে এগিয়ে নিয়ে যায় দেশকেও একই রকম ভাবে কর্মসংস্থান প্রতিটি যুব সমাজকে নতুন করে শিক্ষা গ্রহণের জন্য অনুপ্রেরণা দেয়।

তাই সকল শিক্ষার্থীর জন্য কর্মসংস্থান আবশ্যিক যেটা সরকারি হোক বা বেসরকারি। এরই মাঝে বেকার ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER)। এই সংস্থা তাদের কলকাতা মুম্বাই চেন্নাই দপ্তরের জন্য মাল্টি টাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লাব এবং একাউন্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে।

SAMEER Recruitment 2024: বিজ্ঞপ্তি

SAMEER নং 04/2024-এর বিজ্ঞপ্তির অধীনে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER)। এই সংস্থা তাদের কলকাতা মুম্বাই চেন্নাই দপ্তরের জন্য মাল্টি টাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লাব এবং একাউন্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে।

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা 1 লা অগাস্ট, 2024 থেকে 31 শে অগাস্ট 2024 পর্যন্ত অনলাইনে মাধ্যমে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) তাদের কলকাতা মুম্বাই চেন্নাই দপ্তরের জন্য মাল্টি টাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লাব এবং একাউন্ট অফিসার পদে আবেদন জমা দিতে পারে।

SAMEER Recruitment 2024: সংক্ষিপ্ত বিবর

আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এই সংস্থা বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হলো।

প্রতিষ্ঠানের নামসোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER)
পোস্টের নামঅ্যাকাউন্টস অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি-টাস্কিং স্টাফ
পোস্টের সংখ্যা6
আবেদন শুরুর তারিখ১ লা আগস্ট ২০২৪ (আবেদন প্রক্রিয়া শুরু )
আবেদনের শেষ তারিখ31শে আগস্ট 2024
আবেদন ফিঅন্যান্য সকল প্রার্থী জন্য 200/- এবং  SC/ST/মহিলা প্রার্থী/প্রতিবন্ধী ব্যক্তি/প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য  ৫০/-
চাকরির বিভাগকেন্দ্রীয় সরকারের চাকরি
চাকুরি স্থানকলকাতা, মুম্বাই  মহারাষ্ট্র
আবেদন প্রক্রিয়াঅনলাইন অফলাইন
নির্বাচন প্রক্রিয়ালিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটsameer.gov.in
বিজ্ঞপ্তিClick Hare
অনলাইন আবেদনClick Hare

Sameer Recruitment 2024

SAMEER Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এই সংস্থা বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হয়েছে।

  1. একাউন্ট অফিসার: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স ডিগ্রি অর্জন এবং কম্পিউটার চালানোর দক্ষতা সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট।
  2. লোয়ার ডিভিশন ক্লার্ক: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস।
  3. মাল্টি স্কিন স্টপ: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান মোড় থেকে দশম শ্রেণী পাস বা সমতুল্য।

SAMEER Recruitment 2024: শূন্যপদ

আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এই সংস্থা বিজ্ঞপ্তিতে যে শূন্য পদ প্রকাশ করেছে নিম্নে আলোচনা করা হয়েছে।

পদের নাম

মোট শূন্যপদ

অ্যাকাউন্টস অফিসার1
নিম্ন বিভাগের ক্লার্ক3
মাল্টি-টাস্কিং স্টাফ2
মোট6 টি পোস্ট

SAMEER Recruitment 2024: বেতন পরিকাঠামো

আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীদের জন্য সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এই সংস্থা বিজ্ঞপ্তিতে যে বেতন পরীক্ষাটা মরলে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিচে আলোচনা কর।

পদের নাম

বেতন (প্রতি মাসে)

অ্যাকাউন্টস অফিসার

56,100/-

লোয়ার বিভাগের ক্লার্ক

19,900/-

মাল্টি-টাস্কিং স্টাফ

18,000/-

SAMEER Recruitment 2024: আবেদন ফি

আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীদের জন্য সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এই সংস্থা বিজ্ঞপ্তিতে যে আবেদন ফি ধার্য করেছে তা নিচে আলোচনা করুন।

শ্রেণী

ফি

SC/ST/মহিলা প্রার্থী/প্রতিবন্ধী ব্যক্তি/প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য৫০/-
অন্যান্য সকল প্রার্থী200/-

SAMEER Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারী শিক্ষার্থীদের জন্য সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এই সংস্থা বিজ্ঞপ্তিতে যে সকল আগ্রিয় প্রার্থী অনলাইন আবেদন করেছেন তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাছাই করবে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে যারা এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন পদের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত হবেন।

SAMEER Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

ডিস্টার্ব কর্তৃপক্ষ যে সকল প্রার্থী বিভিন্ন পদের জন্য আবেদন করবেন তারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু পদক্ষেপ নিচে আলোচনা করা হয়েছে এইসব পদক্ষেপ দেখে সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন করতে পারেও প্রার্থীরা।

  1. অনলাইন আবেদন করার জন্য প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  2. এর পর আবেদন করার জন্য রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন, আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
  3. রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
  4. এরপর প্রয়োজনীয় সমস্ত কিছু তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করুন এবং সাবমিট করে দিন।
  5. এবং আবেদন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করুন।
  6. আবেদন প্রকৃতি সফলভাবে সম্পন্ন হলে আবেদন পত্রটি সেভ করে রাখুন অথবা প্রিন্ট আউট করে নিন।

এছাড়াও অনলাইন আবেদন সংক্রান্ত সমস্ত কিছু তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে অনলাইন আবেদন করবেন।

SAMEER Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিংক

Official Website

Click Hare

Notification

Click Hare

Apply Online

Click Hare

Our Website

Click Hare

New Job

Click Hare

FAQs:

পোস্টের নাম কি ?

  1. অ্যাকাউন্টস অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি-টাস্কিং স্টাফ

নিয়োগ কারী সংস্থা নাম ?

  1. সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER)

আবেদন শুরুর তারিখ ?

  1. ১ লা আগস্ট ২০২৪

আবেদনের শেষ তারিখ

  1. 31শে আগস্ট 2024

নির্বাচন প্রক্রিয়া ?

  1. লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ ইন্টারভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment