RRB Paramedical Recruitment 2024: রেলে আরো নতুন চাকরির বিজ্ঞপ্তি আবেদন করুন

RRB Paramedical Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB Paramedical Recruitment 2024: ভারতীয় রেলওয়ে বোর্ড একের পর এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে চলছে তাদের বিজ্ঞপ্তিতে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে কর্মী নিয়োগ করে চলছে ভারতীয় রেলওয়ে বোর্ড। কিছু দিন আগে ভারতীয় রেলের তরফ থেকে গত ২৭ জুলাই ২০২৪ জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের এর জন্য ৭৯৫১টি শুন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আর এখন ভারতীয় রেলওয়ে বোর্ড RRB প্যারামেডিক্যাল নিয়োগ 2024 এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরে ১৩৭৬ টি নতুন পদের শূন্য পদে কর্মী নিয়োগ করবে। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফ থেকে ৫ই আগস্ট এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিভিন্ন পদে প্যারামেডিক্যাল নিয়োগের জন্য।

RRB Paramedical Recruitment 2024: বিজ্ঞপ্তি

ভারতীয় রেলওয়ে বোর্ড ১৩৭৬ টি নতুন পদের বিজ্ঞপ্তি ৫ আগস্ট ২০১৯ এ প্রকাশ করেছে বিভিন্ন পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ১৭ ই আগস্ট ২০২৪ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে ১৬ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত যে সমস্ত আগ্রহী আবেদনকারী প্রার্থী প্যারামেডিকেল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ইচ্ছুক তারা আর RRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন পত্রটি জমা দিতে পারবেন।

RRB Paramedical Recruitment 2024: সংক্ষিপ্ত বিবরণ

ভারতীয় রেলওয়ে প্যারামেডিকেল পদে যে সমস্ত আগ্রহী ব্যক্তি আবেদন করতে ইচ্ছুক অনুগ্রহ করে নিচের টিভি থেকে বিজ্ঞপ্তিটির সংক্ষিপ্ত বিবরণ দেখে নিবেন যার নিচের টেবিলে দেওয়া রয়েছে।

স্পেসিফিকেশন

ডিটেলস

পোস্টর নাম         আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড)
বিজ্ঞপ্তির তারিখ  5 আগস্ট 2024
অনলাইন আবেদনের  তারিখ17 আগস্ট 2024
আবেদনের শেষ তারিখ  16 সেপ্টেম্বর 2024
চাকুরি স্থান অল ইন্ডিয়া
যোগ্যতাস্নাতক/ডিপ্লোমা প্রাসঙ্গিক বিষয়ে নির্দিষ্ট করা
পরীক্ষার  পদ্ধতিকম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এবং নথি যাচাই
অফিসিয়াল ওয়েবসাইটhttps://indianrailways.gov.in
বিজ্ঞপ্তিClick Hare
অনলাইনে এপ্লিকেশনComing Soon (17 আগস্ট 2024)

RRB Paramedical Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিকেল পদে যে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ তাদের বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছিস সেই সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ নিচের টেবিলে বিস্তারিতভাবে দেখানো হয়েছে অনুগ্রহপূর্ব আগ্রহী আবেদনকারী প্রার্থীরা দেখে নিবেন।

তারিখগুলি

বিজ্ঞপ্তির তারিখ  5 আগস্ট  2024
অনলাইন আবেদনের  তারিখ17 আগস্ট 2024
আবেদনের শেষ তারিখ16 সেপ্টেম্বর, 2024
অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ16 সেপ্টেম্বর, 2024
CBT তারিখ নভেম্বরের শেষ সপ্তাহ
রেসাল্ট ডিক্লারেশনComing Soon

RRB Paramedical Recruitment 2024: ভ্যাকেন্সি

RRB Paramedical Recruitment 2024 নিয়োগে ২০ টি পদে ১৩৭৬ টি শূন্যবাদ প্রকাশ করেছে সেই সমস্ত শূন্য পদের তালিকা নিচের টেবিলে দেওয়া আছে অনুগ্রহ করে আবেদনকারী প্রার্থীরা দেখে নেবেন।

পোস্ট নেম

লেভেলশূন্যপদ
ডায়েটিশিয়ান

7

5

নার্সিং সুপারিনটেনডেন্ট

7

713

অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট

6

4

ক্লিনিকাল মনোবৈজ্ঞানিক

6

7

ডেন্টাল হাইজিনিস্ট

6

3

ডায়ালাইসিস টেকনিশিয়ান

6

20

স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক Gr III

6

126

ল্যাবরেটরি সুপারিনটেনডেন্ট গ্রেড III

6

27

পারফিউশনবাদী

6

2

ফিজিওথেরাপিস্ট গ্রেড II

6

20

অকুপেশনাল থেরাপিস্ট

6

2

ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান

6

2

ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড)

5

246

রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান

5

64

স্পিচ থেরাপিস্ট

5

1

কার্ডিয়াক টেকনিশিয়ান

4

4

চক্ষু বিশেষজ্ঞ

4

4

ইসিজি টেকনিশিয়ান

4

13

ল্যাবরেটরি সহকারী গ্রেড II

3

94

মাঠকর্মী

2

19

সর্বমোট         1376

RRB Paramedical Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিকেল বিজ্ঞপ্তিতে যে ২০ টি পদের জন্য মোট ১৩৭৬ টি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে আবেদনকারী প্রার্থীর কি শিক্ষাগতা যোগ্যতা থাকা দরকার তার নিচে আলোচনা করা হয়েছে।

  1. বিএসসি নার্সিং
  2. ড. ফার্মেসী
  3. বি. ফার্মেসী

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিকেল বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা বিষয়ক আর বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিবেন।

RRB Paramedical Recruitment 2024: বয়সসীমা

RRB Paramedical Recruitment 2024 বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়সসীমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধার্য করেছে নিচের টেবিলে সেই সমস্ত পদের জন্য প্রার্থীদের যা বয়স সীমা হওয়া দরকার তার নিচে দেওয়া হল। প্রত্যেক আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ১ তারিখ ২০২৫ সাল হিসাবে, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা বয়সের ছাড় দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে।

পোস্ট নেম

বয়স

ডায়েটিশিয়ান18 থেকে 36 বছর
নার্সিং সুপারিনটেনডেন্ট20 থেকে 43 বছর
অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট21 থেকে 36 বছর
ক্লিনিকাল মনোবৈজ্ঞানিক18 থেকে 36 বছর
ডেন্টাল হাইজিনিস্ট18 থেকে 36 বছর
ডায়ালাইসিস টেকনিশিয়ান20 থেকে 36 বছর
স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক Gr III18 থেকে 36 বছর
ল্যাবরেটরি সুপারিনটেনডেন্ট গ্রেড III18 থেকে 36 বছর
পারফিউশনবাদী21থেকে 43বছর
ফিজিওথেরাপিস্ট গ্রেড II18 থেকে 36 বছর
অকুপেশনাল থেরাপিস্ট18 থেকে 36 বছর
ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান18 থেকে 36 বছর
ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড)20 থেকে 38 বছর
রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান18 থেকে 36 বছর
স্পিচ থেরাপিস্ট18 থেকে 36 বছর
কার্ডিয়াক টেকনিশিয়ান18 থেকে 36 বছর
চক্ষু বিশেষজ্ঞ18 থেকে 36 বছর
ইসিজি টেকনিশিয়ান18 থেকে 36 বছর
ল্যাবরেটরি সহকারী গ্রেড II18 থেকে 36 বছর
মাঠকর্মী18 থেকে 36 বছর

RRB Paramedical Recruitment 2024: আবেদন ফি

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিকেল বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য যে ক্যাটাগরি অনুযায়ী আবেদন পিতার্য করেছে তা নিচে আলোচনা করা হয়েছে।

  1. জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি: এই ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা, এই ক্যাটাগরির প্রার্থীরা যদি প্রথম পর্যায়ের (CBT) পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তাদেরকে ৪০০ টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দেয়া হবে তবে ব্যাংকের প্রসেসিং চার্স বাদ দিয়ে বাকি এমাউন্ট ফেরত পাবেন।
  2. SC, ST, ESM, মহিলা, EBC, এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের আবেদন ফি: এই ক্যাটাগরির আবেদন প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে ২৫০ টাকা, যদি তারা
  3. প্রথম পর্যায়ের (CBT) পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তাদেরকে ২৫০ টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দেয়া হবে তবে ব্যাংকের প্রসেসিং চার্স বাদ দিয়ে বাকি এমাউন্ট ফেরত পাবেন।

RRB Paramedical Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিকেল বিজ্ঞপ্তিতে কুড়িটি পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া ধার্য করেছে তার নিমলে সবিস্তারে আলোচনা করা হয়েছে।

কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT): আবেদনকারী প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট আবেদনকৃত পদের জন্য প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক (CBT পরীক্ষায় তাদেরকে যোগ্যতা অর্জনের দক্ষতা অর্জন করতে হবে।

ডকুমেন্টস ভেরিফিকেশন (DV): আবেদনকারী প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদেরকে ডকুমেন্টস ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেকে নেবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হিসেবে তাদের শিক্ষাগত, যোগ্যতা বয়স, বর্ণ, বিভাগ ইত্যাদি যাচাই করবে কর্তৃপক্ষ।

মেডিকেল ফিটনেস টেস্ট: প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঠিকভাবে সম্পূর্ণ হলে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আবেদনকারী প্রার্থীদেরকে মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে।

RRB Paramedical Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিকেল বিজ্ঞপ্তির বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ আগস্ট ২০২৪ এবং শেষ হবে ১৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত, আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক:

আবেদনকারী প্রার্থীদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ লিংক নিচে দেওয়া হল-

Official Website

Click Hare

Notification

Click Hare
Apply Online

Coming Soon

Our Website

Click Hare

New Job

Click Hare

FAQs

RRB Paramedical অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে ?

  1. অনলাইন আবেদন শুরু হবে ১৭ ই আগস্ট ২০২৪

RRB Paramedical অনলাইন আবেদনের শেষ তারিখ ?

  1. 16 সেপ্টেম্বর, 2024

RRB Paramedical নিয়োগের জন্য কতগুলি শূন্যতা ধার্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ?

  1. মোট ১৩৭৬ টি শূন্য পদ রয়েছে।

RRB Paramedical কতগুলি পদে নিয়োগ হবে ?

  1. মোট ২০ টি পদে নিয়োগ হবে।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment