RRB JE Recruitment 2024: ভারতীয় রেলওয়ে ৭,৯৩৪ শূন্যপদে চাকরি, আবেদন করুন

RRB JE Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB JE Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি আনন্দের সংবাদ যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই রেলওয়ে বোর্ড নিয়োগ করতে চলেছে প্রচুর শূন্য পদে ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ হয়ে গিয়েছে, সঙ্গে পাবলিক হয়ে গিয়েছে অনলাইন আবেদনের প্রক্রিয়া ও তারিক। 

ভারতীয় রেলের তরফ গত ২৭ জুলাই ২০২৪ জুনিয়ার ইঞ্জিনিয়ার এর জন্য ৭৯৫১টি শুন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন অনলাইনে কিভাবে আবেদন করবেন বেতন করার জন্য কত টাকা ফি প্রদান করতে হবে সমস্ত কিছু তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা থাকবে। অনুগ্রহ করে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।

RRB JE Recruitment 2024: বিজ্ঞপ্তি

ইতিমধ্যে ভারতীয় রেলওয়ে জুনিয়র পদের বিভিন্ন পদের জন্য 7951 টি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথগুলির মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ পদের পদের জন্য গত ২৭ শে জুলাই অফিসে ওয়েবসাইটে নোটিফিকেশন পাবলিশ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড।

ভারতীয় রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে সেখানে সমস্ত কিছু তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমস্ত নিয়মকানুন মেনে আবেদন করতে পারেন। 

RRB JE Recruitment 2024: সংক্ষিপ্ত বিবরণ

ভারতীয় রেলওয়ে বোর্ড জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় রেলের বোর্ড। যে সমস্ত প্রার্থী জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ নিচে সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করা হলো আবেদনকারীর প্রার্থীদের সুবিধার্থে।

স্পেসিফিকেশন

ডিটেলস

পোস্টের নামজুনিয়র ইঞ্জিনিয়ার, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার (গবেষণা),কেমিক্যাল সুপারভাইজার (গবেষণা)
পরীক্ষার  পদ্ধতিঅনলাইন
বিজ্ঞপ্তির তারিখ27/07/2024
অনলাইন আবেদনের  তারিখ30/07/2024
মোট শূন্য পদ7951
আবেদনের শেষ তারিখ29/08/2024
আবেদন ফিজেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা ও SC, ST, প্রাক্তন সৈনিক, PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য  ₹250 টাকা
বয়স১৮ থেকে ৩৬ বছর
নিয়োগ কর্তৃপক্ষ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পরীক্ষার  ভাষাইংরেজি, অসমীয়া,  হিন্দি, কন্নড়, বাংলা, গুজরাটি,কোঙ্কনি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, মালায়লাম, মণিপুরি, মারাঠি,
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.rrbcdg.gov.in

RRB JE Recruitment 2024: মোট শূন্যপদ

ভারতীয় রেলওয়ে বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য বিভিন্ন জোনের জন্য যে শূন্য পদ গুলি প্রকাশ করেছে তার নিম্নে আলোচিত।

জোন

মোট শূন্যপদ

বিলাসপুর

472

ভুবনেশ্বর

175

আজমির

529

আহমেদাবাদ

382

ব্যাঙ্গালোর

397

ভোপাল

485

চণ্ডীগড়

356

চেন্নাই

652

গোরখপুর

259

গুয়াহাটি

225

জম্মু ও শ্রীনগর

251

কলকাতা

660

মালদা

163

মুম্বাই

1377

মুজাফফরপুর

11

পাটনা

247

প্রয়াগরাজ

404

রাঁচি

167

সেকেন্দ্রাবাদ

590

শিলিগুড়ি

28

তিরুবনন্তপুরম

121

RRB JE Recruitment 2024: শিক্ষাগতা যোগ্যতা 

ভারতীয় রেলওয়েয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আগ্রহী প্রার্থীদের যে সমস্ত শিক্ষাগতা যোগ্যতা থাকা নিচে আলোচিত।

পোস্ট নাম

শিক্ষাগতা যোগ্যতা

জুনিয়র ইঞ্জিনিয়ারস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা/ডিগ্রি (B.E./B.Tech)
ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্টস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা/ডিগ্রি (B.E./B.Tech)
জুনিয়র ইঞ্জিনিয়ার (তথ্য প্রযুক্তি)PGDCA/B.Sc. (কম্পিউটার সায়েন্স)/ BCA/ B.Tech (IT)/ B.Tech (কম্পিউটার সায়েন্স)/ DOEACC বি লেভেল কোর্স 3 বছর মেয়াদী স্বীকৃত /ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় থেকে
কেমিক্যাল & মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টন্যূনতম 55% নম্বর সহ পদার্থবিদ্যা এবং রসায়ন বিজ্ঞানে স্নাতক (B.Sc.)

রেলওয়ে জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মানদন্ড আরো বিশদ জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন।

RRB JE Recruitment 2024: বয়সসীমা

ভারতীয় রেলওয়ে জুনের ইঞ্জিনিয়ার পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বয়সের পরিকাঠামো প্রকাশ করেছে, বিভিন্ন পদের জন্য তা নিচে আলোচনা করা হলো।

পোস্ট নেম

বয়সসীমা

জুনিয়র ইঞ্জিনিয়ার 

 

সকল পদের জন্য 18 থেকে 33 বছর

ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট
জুনিয়র ইঞ্জিনিয়ার (তথ্য প্রযুক্তি)
কেমিক্যাল & মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট

RRB JE Recruitment 2024: আবেদন ফি

ভারতীয় রেলওয়ে জুনিয়ার ইঞ্জিনিয়ার বিভিন্ন পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে আবেদন ফি প্রকাশ করেছে তা হল  জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা ও SC, ST, প্রাক্তন সৈনিক, PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য  ₹250 টাকা।

RRB JE Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া

ভারতীয় রেলওয়ে জুনিয়ার ইঞ্জিনিয়ার বিভিন্ন পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নিয়োগ প্রক্রিয়া প্যাটার্ন প্রকাশ করেছে তা হলো-

  • প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা(CBT I)
  • দ্বিতীয় ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা(CBT I)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা

RRB JE Recruitment 2024: বেতন পরিকাঠামো

ভারতীয় রেলওয়ে রিকুমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার বিভিন্ন পদের জন্য যে বেতন পরিকাঠামো প্রকাশ করা আছে তার নিচে আলোচিত।RRB JE Recruitment 2024

RRB JE Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

তারিখগুলি

বিজ্ঞপ্তির তারিখ  

27/07/2024

অনলাইন আবেদনের  তারিখ

30/07/2024

আবেদনের শেষ তারিখ

29/08/2024

অনলাইন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ

29/08/2024

RRB JE Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

ভারতীয় রেলওয়ে জুনিয়ার ইঞ্জিনিয়ার এর বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য ৩০ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারন ৩০ জুলাই ২০২৪ থেকে আবেদন লিংক একটিভ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ লিংক
Official Website

Click Hare

Notification

Click Hare

Apply Online

Click Hare

Our Website

Click Hare

New Job

Click Hare

FQAs: 

রেলওয়ে JE কবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে?

  1. ২৭ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

রেলওয়ে JE কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে? 

  1. ৩০ শে জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে।

রেলওয়ে JE আবেদনের শেষ তারিখ?

  1. 29/08/2024

রেলওয়ে JE পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

  1. যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা থাকতে হবে।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment