Job Recruitment 2024: আগস্ট মাসে কি কি চাকরির আবেদন চলছে দেখে নিন

Job Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job Recruitment 2024: একজন বেকার শিক্ষার্থীর কাছে চাকরির গুরুত্বটা কতটা সেটা বেকার না হলে বোঝা সম্ভব নয়। দিনের পর দিন সমাজে যেভাবে বেকারের সমস্যা বেড়েই চলছে তাতে করে একটা সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে এই বেকারত্বের সমস্যা।

তাই শুধু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নয় এই বেকারত্বের সমস্যার সমাধানে বিভিন্ন সংস্থা প্রতিদিন একজোট হয়ে কাজ করে চলছে বেকারত্বের সমস্যার সমাধানের জন্য। রাজ্য সরকার কেন্দ্র সরকার ও বিভিন্ন কোম্পানিগুলি তাদের বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ করেই চলছে দেশে বেকারত্বের সমস্যার সমাধান করা এবং দেশকে নতুন দিশা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

আপনি যদি একজন বেকার শিক্ষার্থী হয়ে থাকেন তাহলেই প্রতিবেদনটি আপনার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং বিভিন্ন সংস্থা আপনি খুব নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় আগস্ট মাসের (Job Recruitment 2024) বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন এবং সেই পদে আবেদন করলে আপনি সেই সংস্থায় নিজেকে নিযুক্ত করে বেকারত্ব দূর করতে পারবেন।

Job Recruitment 2024: আগস্ট মাসের বিজ্ঞপ্তি

Job Recruitment 2024 নিচে কিছু আগস্ট মাসের সরকারি এবং বেসরকারি সংস্থার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হলো যেখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন।

Job Recruitment 2024: এলআইসি হাউজিং কোম্পানিতে ২০০ পদে নিয়োগ

এলআইসি হাউজিং লিমিটেড এর পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড অধীনে বিভিন্ন বিভাগে জুনিয়ার এসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে আগরীর প্রার্থীদেরকে এই পদে আবেদন করার জন্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পদে 25 ই জুলাই থেকে 14 ই আগস্ট 2024 মধ্যে আবেদন করতে পারেন।

LIC HFL Recruitment 2024

বিষয়বিস্তারিত
অর্গানাইজেশনলাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(HFL)
পোস্ট জুনিয়রঅ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ২০০
ক্যাটাগরিব্যাংক জব
অনলাইন রেজিস্ট্রেশন ডেট25ই জুলাই থেকে 14ই আগস্ট 2024
নিয়োগ প্রক্রিয়াঅনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ
চাকুরি স্থানসমগ্র ভারত জুড়ে
অফিসিয়াল ওয়েবসাইটhttps://lichousing.com

আবেদন করুন Apply Now

Job Recruitment 2024: SSC স্টেনোগ্রাফার পদের চাকরি

স্টাফ সিলেকশন কমিশনার (SSC ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ শে জুলাই ২০২৪ গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশনার এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২০০০ বেশি স্টেনোগ্রাফার গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করে নিতে পারবেন। 26 ই জুলাই থেকে 24 ই আগস্ট 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন।

স্পেসিফিকেশনডিটেলস
পরীক্ষার নামএসএসসি স্টেনোগ্রাফার 2024
পরীক্ষার স্তরসরাদেশে
পরিচালনা সংস্থাএসএসসি (স্টাফ সিলেকশন কমিশন)
পরীক্ষার  পদ্ধতিঅনলাইন
বিজ্ঞপ্তির তারিখ26ই জুলাই 2024
অনলাইন আবেদনের  তারিখ26ই জুলাই
আবেদনের শেষ তারিখ24ই আগস্ট 2024
মোট শূন্য পদ২০০৬
শিক্ষাগত যোগ্যতাটুয়েলভ পাস সমতুল্য
আবেদন ফি১০০টাকা/-
বয়সগ্রুপ সি ১৮ থেকে ৩০ / গ্রুপ ডি ১৮ থেকে ২৭
অফিসের ওয়েবসাইটhttps://ssc.gov.in/

আবেদন করুন Apply Now

Job Recruitment 2024: ভারতীয় রেলওয়ে ৭,৯৩৪ শূন্যপদে চাকরি

ইতিমধ্যে ভারতীয় রেলওয়ে জুনিয়র পদের বিভিন্ন পদের জন্য 7951 টি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথগুলির মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ পদের পদের জন্য গত ২৭ শে জুলাই অফিসে ওয়েবসাইটে নোটিফিকেশন পাবলিশ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড।

ভারতীয় রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে সেখানে সমস্ত কিছু তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা 30/07/2024 থেকে 29/08/2024 পর্যন্ত অনলাইন আবেদন করতে পারেন।

স্পেসিফিকেশনডিটেলস
পোস্টের নামজুনিয়র ইঞ্জিনিয়ার, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার (গবেষণা),কেমিক্যাল সুপারভাইজার (গবেষণা)
পরীক্ষার  পদ্ধতিঅনলাইন
বিজ্ঞপ্তির তারিখ27/07/2024
অনলাইন আবেদনের  তারিখ30/07/2024
মোট শূন্য পদ7951
আবেদনের শেষ তারিখ29/08/2024
আবেদন ফিজেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা ও SC, ST, প্রাক্তন সৈনিক, PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য  ₹250 টাকা
বয়স১৮ থেকে ৩৬ বছর
নিয়োগ কর্তৃপক্ষ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পরীক্ষার  ভাষাইংরেজি, অসমীয়া,  হিন্দি, কন্নড়, বাংলা, গুজরাটি,কোঙ্কনি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, মালায়লাম, মণিপুরি, মারাঠি,
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.rrbcdg.gov.in

আবেদন করুন Apply Now

Job Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে চাকরির

ন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নন-এক্সিকিউটিভ কর্মী পদের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাতে যেসকল আগ্রহী যোগ্য প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারে।

যে সকল প্রার্থী সংশ্লিষ্ট পদে উত্তীর্ণ হবেন তাদেরকে পুদুচেরি, তামিলনাড়ু, কর্নাটক, কেরালা, আন্ধার প্রদেশ রাজ্যে প্রার্থীদের নির্বাচিত পদ অনুযায়ী নিয়োগ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রার্থীরা যে সকল পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ০২-০৮-২০২৪ থেকে ১৯ আগস্ট ২০২৪ এর মধ্যে অনলাইন আবেদন সম্পন্য করতে হবে।

নিয়োগ সংস্থাইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
পোস্টেরএপ্রেন্টিস
নোটিফিকেশন স্ট্যাটাসআবেদন চলছে
মোট শূন্যপদমোট পোস্ট 400টি
অ্যাপ্লিকেশন মোডঅনলাইন
যোগ্যতাআইটিআই, ডিপ্লোমা, স্নাতক
আবেদনের তারিখ০২-০৮-২০২৪
আবেদনের শেষ তারিখ১৯-০৮-২০২৪
চাকুরি স্থান  পুদুচেরি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক
নির্বাচন প্রক্রিয়াঅনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ
সরকারী ওয়েবসাইটhttps://iocl.com/
এপ্লিকেশন লিংকClick Hare

আবেদন করুন Apply Now

Job Recruitment 2024: RRB প্যারামেডিক্যাল নিয়োগ

ভারতীয় রেলওয়ে বোর্ড ১৩৭৬ টি নতুন পদের বিজ্ঞপ্তি ৫ আগস্ট ২০১৯ এ প্রকাশ করেছে বিভিন্ন পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ১৭ ই আগস্ট ২০২৪ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে ১৬ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত যে সমস্ত আগ্রহী আবেদনকারী প্রার্থী প্যারামেডিকেল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ইচ্ছুক তারা আর RRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন পত্রটি জমা দিতে পারবেন।

স্পেসিফিকেশনডিটেলস
পোস্টর নামআরআরবি প্যারামেডিক্যাল স্টাফ
পরীক্ষা পরিচালনাকারী সংস্থাRRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড)
বিজ্ঞপ্তির তারিখ5 আগস্ট 2024
অনলাইন আবেদনের  তারিখ17 আগস্ট 2024
আবেদনের শেষ তারিখ16 সেপ্টেম্বর 2024
চাকুরি স্থানঅল ইন্ডিয়া
যোগ্যতাস্নাতক/ডিপ্লোমা প্রাসঙ্গিক বিষয়ে নির্দিষ্ট করা
পরীক্ষার  পদ্ধতিকম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এবং নথি যাচাই
অফিসিয়াল ওয়েবসাইটhttps://indianrailways.gov.in
বিজ্ঞপ্তিClick Hare
অনলাইনে এপ্লিকেশনComing Soon (17 আগস্ট 2024)

আবেদন করুন Apply Now

Job Recruitment 2024: আগস্ট মাসে আরো বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন সেই সমস্ত বিজ্ঞপ্তি গুলির নোটিফিকেশন সবার পাওয়ার জন্য দেখার জন্য।

এছাড়াও আপনারা আমাদের WhatsApp গ্রুপ এবং Telegram গ্রুপে জয়েন হতে পারেন সমস্ত সরকারি ও বেসরকারি চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য, নিচের দিকে সমস্ত গ্রুপের লিংক দেওয়া আছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment