IPPB Recruitment 2024: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে বিভিন্ন পদের জন্য নিয়োগ চলছে, এখনই দেখুন

IPPB Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IPPB Recruitment 2024: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে বিভিন্ন পদের জন্য নিয়োগ চলছে। চাকরিপ্রার্থীদের জন্য একটি আনন্দের খবর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে বিভিন্ন পদে আবেদন করার জন্য আগ্রহী ব্যক্তিরা পোস্ট পেমেন্ট ব্যাংকের যে পথগুলি আছে তারা সেখানে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক একটি রাষ্ট্রীয়ত্ব সংস্থা এই সংস্থার মাধ্যমে তরুণ মেধাবী ছাত্রদের জন্য বিভিন্ন পদের বিজ্ঞপ্তি নিয়ে এসেছে। দেশের যেকোন প্রান্ত থেকে যোগ্য মেধাবির চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, পুরুষ ও মহিলা সকল আবেদনপ্রার্থী যোগ্য হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আগ্রহ হন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

IPPB Recruitment 2024: ভ্যাকেন্সি ডিটেলস

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নোটিফিকেশন অনুযায়ী প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে, নিম্নে চাটে দেওয়া হলো প্রার্থীরা কোন কোন বিষয়ে আবেদন করতে পারবে-

IPPB Recruitment 2024
IPPB Recruitment 2024

IPPB Recruitment 2024: যোগ্যতা:

সমস্ত আলাদা, আলাদা পদের জন্য বিভিন্ন রকম যোগ্যতার প্রয়োজন আছে বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন তা নিম্নে আলোচিত-

পোস্ট নাম

শিক্ষাগত যোগ্যতা

ডিজিএম -ফিনান্স/সিএফ (স্কেল VI)চার্টার্ড একাউন্টেন্ট (CA)
জেনারেল ম্যানেজার, ফিনান্স/সিএফও(স্কেল VII)চার্টার্ড একাউন্টেন্ট (CA)
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম/ভেন্ডর ম্যানেজমেন্ট)পোস্ট গ্রাজুয়েট ইন আইটি /ম্যানেজমেন্ট
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইটি)বিই /বা.টেক ((আইটি /কম্পিউটার সাইন্স প্রেফার্ড))
সিনিয়র ম্যানেজার (সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন)বিএসসি/বা.টেক ইন ইলেকট্রনিক্স/ফিজিক্স/কম্পিউটার সাইন্স
সিনিয়র ম্যানেজার (প্রোডাক্টস & সলিউশনস)গ্রাজুয়েট উইথ এমবিএ (২ ইয়ার্স)
সিনিয়র ম্যানেজার (ইনফরমেশন সিস্টেম অডিটর)বিএসসি/বি .টেক ইন ইলেকট্রনিক্স/কম্পিউটার সাইন্স, সিআইএসএ
সিনিয়র ম্যানেজার (এটিএম অপারেশন্স)গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ইন  ফিনান্স/কমার্স

(আরো বিশত জানতে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অফিশিয়ালি নোটিফিকেশন ভালো করে দেখে নিন)

IPPB Recruitment 2024: সেলারি স্ট্রাকচার

আবেদনকারী প্রার্থীরা উত্তীর্ণ হলে তাদেরকে বিভিন্ন এস্কেল অনুযায়ী বিভিন্ন সেলারি দেওয়া হবে তা নিচের চাটের মধ্যে দেওয়া আছে, দেখে নিন।

IPPB Recruitment 2024
IPPB Recruitment 2024 সেলারি স্ট্রাকচার

IPPB Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

কার্যকলাপ

তারিখ

আবেদন শুরুর তারিখ২০.০৭.২০২৪
আবেদনের শেষ তারিখ০৯.০৮.২০২৪
আবেদন ফি প্রদানের শেষ তারিখ09.08.2024
পরীক্ষা/ইন্টারভিউঘোষণা করা হবে

IPPB Recruitment 2024: আবেদন ফী

সকল প্রার্থীদের জন্য যে নির্ধারিত ফী বরাদ্দ করা হয়েছে তা নিচে দেখানো হলো-

ক্যাটাগরি

আবেদন ফী

এসসি/এসটি/পিডব্লিউডি ১৫০ (ইনটিমেশন চার্জ)
অন্যান্যদের জন্যটাকা ৭৫০ টাকা

 

IPPB Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া

নোটিফিকেশন অনুযায়ী প্রার্থীকে ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন প্রক্রিয়া বহর রাখবে কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষ আলাদা কোন পদ্ধতিদের মাধ্যমে প্রার্থীদের যাচাই করণ করতে পারে সে ক্ষেত্রে শুধু যোগ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।

IPPB Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের জন্য প্রতিবছর প্রয়োজন অনুসারে প্রচুর সংখ্যক শূন্যপথ প্রকাশ করে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা এই চাকরি করার জন্য আবেদন করে থাকে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা শীল চাকরি প্রদান করে থাকে।

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্ত প্রকার প্রক্রিয়া নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে-

  1. ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে এপ্লাই করার জন্য প্রথমে আপনাকে এই অফিশিয়ালি ওয়েবসাইটিতে (Ippbonline.com) ভিজিট করতে লাগবে, টেস্টি ওপেন হয়ে গেলে আপনার সামনে এপ্লাই অনলাইন অপশন শো করবে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
  2. এরপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে প্রথমবার আপনাকে রেজিস্টার করে নিতে হবে এর জন্য প্রথমে আপনি ক্লিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশন দেখতে পারবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে।
  3. এরপর আপনাকে বেসিক ইনফরমেশন হিসাবে আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম , মিডিল নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেইল নং, কনফার্ম ইমেইল নং এবং সিকিউরিটি কোড বসিয়ে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর সিস্টেম থেকে অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে সেটি আপনি নোট ডাউন করে রেখে দেবেন, যদি আপনি এই প্রসেসটি সম্পূর্ণ করতেন না চান তাহলে পরে আপনার রেজিস্টার নাম্বারও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাকি প্রসেস গুলো সম্পন্ন করতে পারবেন, এছাড়াও রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে এবং ইমেইল আইডিতে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে।
  5. এরপর আপনার ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
  6. এরপর হিসেবে আপনার কাছে যে সমস্ত তথ্য যা হবে যেমন বাবার নাম ঠিকানা কোয়ালিফিকেশন বয়স ইত্যাদি তত্ত্বগুলি সঠিকভাবে পূরণ করুন।
  7. আপনার সমস্ত প্রকার ডিটেলস ফিলাপ করা হলে একবার সেটি ভালো করে দেখে নিন এবং নেক্সট স্টেপের দিকে এগিয়ে যান।
  8. আপনাকে যে সমস্ত তথ্য আপলোড করার জন্য বলা হয়েছে সেগুলি পরিষ্কারভাবে স্থান করে আপলোড করে দিন এবং নেক্সট স্টেপের দিকে এগোতে থাকুন।
  9. সমস্ত প্রকার ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এবার আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে আপনি ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই বিজ্ঞপ্তির ফ্রি অনলাইন পেমেন্ট করে দিন।
  10. আপনার অনলাইন পেমেন্ট সঠিকভাবে পেমেন্ট করা হয়ে গেলে নেক্সট পদক্ষেপ হিসেবে সাবমিট বোতামে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন।
  11. আপনি মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট করা হয়ে গেছে, এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সেভ এবং ডাউনলোড করে রেখে দিন অথবা প্রিন্ট আউট করে নিন ভবিষ্যতের জন্য।

IPPB Recruitment 2024: অনলাইন পেমেন্ট প্রসেস

এই অ্যাপ্লিকেশনটির অনলাইন পেমেন্ট করার জন্য নিম্নলিখিত প্রেমেন্ট প্রক্রিয়াগুলি নিচে আলোচনা করা হলো।

  1. ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ড, এবং মোবাইল ওয়ালেট প্রভৃতি মাধ্যম গুলোর মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে পারেন।
  2. পেমেন্ট করার সময় অনুগ্রহ করে ধৈর্য ধরুন পেমেন্টের সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য, ভুল করেও রিপ্লেস বা ব্যাক ক্লিক করবেন এপ্লিকেশন পেমেন্টটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত।
  3. কোন কারনে যদি আপনি ব্যাক বা রেফ্রেস করেন পেমেন্ট সম্পূর্ণ না পর্যন্ত এবং ব্যাংক থেকে যদি টাকা কেটে যায় তাহলে আপনাকে পেমেন্টটি সম্পন্ন করার জন্য দ্বিতীয়বার পেমেন্ট করা লাগবে পারে।
  4. আপনার এপ্লিকেশন পেমেন্ট সঠিকভাবে সম্পন্ন হয়ে গেলে ই-রিসিভ জেনারেট হবে সেটি আপনি ডাউনলোড করে রেখে দিবেন ভবিষ্যতের জন্য।
গুরুত্বপূর্ণ লিংক:
Official WebsiteClick Hare
NotificationClick Hare
Apply OnlineClick Hare
Our WebsiteClick Hare
New JobClick Hare

মনে রাখবেন:

যে সমস্ত প্রার্থী এই বিজ্ঞপ্তির জন্য আবেদন করার আগ্রহী তাদেরকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের আবেদন করতে হবে, আবেদন করার সময় প্রার্থীদের সকল সঠিক তথ্য প্রদান করতে হবে কারণ মিথ্যা তথ্য গ্রাহ্য হবে না নোটিফিকেশন বিষয়ক যেকোন আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে যেমন ইন্টারভিউ ডেট অ্যাডমিট কার্ড ডাউনলোড ইত্যাদি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment