IBPS PO Recruitment 2024: বিভিন্ন ব্যাংকে প্রচুর শূন্য পদ এখনই আবেদন করুন

IBPS PO Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IBPS PO Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি আনন্দের সংবাদ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক এ প্রায় ৪০০০ শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে সকল আগ্রহী আবেদনপ্রার্থী ব্যাংকিং পরীক্ষার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটিয়েছে আইবিপিএস রেক্রুটমেন্ট সংস্থা, এই সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে।

পাঞ্জাব ন্যাশনাল, ব্যাংক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মতো। বড় বড় ব্যাংকিং সেক্টরে প্রচুর শূন্য পদ রয়েছে। আর সেই সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য আইবিপিএস সংস্থা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আগ্রহী ব্যক্তিরা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য কত শিক্ষার যোগ্যতা প্রয়োজন হবে ও কি কি ডিটেলস লাগবে আবেদন করার জন্য সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

IBPS PO Recruitment 2024: বিজ্ঞপ্তি

আইবিপিএস সিলেকশন কর্তৃপক্ষ ১ আগস্ট ২০২৪ এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তিটির অধীনে আবেদন করতে আগ্রহী প্রার্থী যারা অফিসিয়াল ওয়েবসাইটে (https://ibps.in) গিয়ে আবেদন করতে পারে দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন পিও রীক্ষায় বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি ভাবে ১ আগস্ট প্রকাশিত হবে এবং তারপর থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। পুরো আগস্ট মাস ধরে এই বিজ্ঞপ্তিটির আবেদন চলবে আগ্রহী প্রার্থীরা তাদের আবেদন পত্র আগস্ট মাসের আগেই অনলাইনে পূরণ করে জমা দিতে পারবেন।

IBPS PO Recruitment 2024: সংক্ষিপ্ত বিবরণ

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের সংক্ষিপ্ত বিবরণ নিচে আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (IBPS)
পরীক্ষার নামআইবিপিএস পিও 2024
শূন্যপদ        4000
জব লোকেশনজব লোকেশন
বিজ্ঞপ্তি তারিখ      29 জুলাই 2024
আবেদনের তারিখ01 থেকে 21 আগস্ট 2024
আবেদনের শেষ তারিখ  21 আগস্ট 2024
পরীক্ষার তারিখ     19 ও 20 অক্টোবর 2024 (প্রিলিম) 30 নভেম্বর 2024 (মেইন)
নির্বাচন প্রক্রিয়া     প্রিলিম, মেইনস এবং ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটhttps://ibps.in

IBPS PO Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড থাকতে হবে তা নিম্নে আলোচনা করা হয়েছে।

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিশেষ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে আবেদনকারী প্রাথীর।
  • এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, কৃষি, ভেটেরিনারি সায়েন্স, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রি, ম্যানেজমেন্ট, আইন, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, ইকোনমিক্স বা অ্যাকাউন্ট্যান্সি ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে।
  • এই বিষয়ে আরো ধারণা নিতে চলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

IBPS PO Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (IBPS) পিও পদের নির্বাচন করা হবে তিনটি ধাপে।

  1. প্রিলিম পরীক্ষা
  2. মেন পরীক্ষা
  3. ইন্টারভিউ

প্রার্থীদের ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (IBPS) পিও উত্তীর্ণ হওয়ার জন্য যথাক্রমে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়ালি নোটিফিকেশন ভালো করে পড়ে দেখুন।

IBPS PO Recruitment 2024: পরীক্ষার প্যাটার্ন

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের আগ্রহী আবেদনকারী প্রার্থীদের পরীক্ষার ধরন কত নাম্বারের পরীক্ষা ও কি কি ধরনের পরীক্ষা হবে তার নিচে আলোচনা করা হলো।

পর্যায়মার্কের

প্রশ্নের ধরন

প্রিলিম পরীক্ষা100

MCQ

মেন পরীক্ষা100+25

MCQ

ইন্টারভিউ

100

মৌখিক

IBPS PO Recruitment 2024: শূন্যপদ

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যে সমস্ত ব্যাংকের শূন্য পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা নিচে আলোচনা করা হলো।

অংশগ্রহণকারী ব্যাঙ্কের

শূন্যপদ

ব্যাঙ্ক অফ বরোদা

800

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

224

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র

NR

কানারা ব্যাঙ্ক

500

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

2000

ইন্ডিয়ান ব্যাঙ্ক

NR

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

NR

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

200

পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক

125

UCO ব্যাংক

NR

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

NR

মোট

3849

IBPS PO Recruitment 2024: আবেদন ফি

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যে পরীক্ষার জন্য পরীক্ষার ফি বরাদ্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিম্নে আলোচিত।

ক্যাটাগরিচার্জ

ফী এমাউন্ট

SC/ST/PWBD

ইন্টিমেশন চার্জেস অনলি

175

GEN/OBC/EWSsইনটিমেশন চার্জ সহ আবেদন ফি

850

IBPS PO Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে তারিখ গুলি নির্ধারণ করেছে তা নিচে সব বিস্তারে আলোচিত।

তারিখগুলি

বিজ্ঞপ্তির তারিখ  29th July 2024
অনলাইন আবেদনের  তারিখ1st August 2024
আবেদনের শেষ তারিখ21  August  2024
অনলাইন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ21  August  2024
পরীক্ষা ২০২৪19 ও 20 অক্টোবর 2024 (প্রিলিম) 30 নভেম্বর 2024 (মেইন)

IBPS PO Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) পিও পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১ আগস্ট ২০২৪ অনলাইন আবেদনের জন্য তারিখ নির্ধারণ করেছে, আবেদন প্রক্রিয়া শুরু হলে, আবেদন প্রক্রিয়ার সমস্ত প্রকার পদ্ধতি আপডেট করা হবে, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আবেদন প্রক্রিয়ার সমস্ত পদ্ধতি জানার জন্য। অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং অফিসিয়ালি নোটিফিকেশন দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক:
Official WebsiteClick Hare
NotificationClick Hare
Apply OnlineClick Hare
Our WebsiteClick Hare
New JobClick Hare

FAQs:

আইবিপিএস পিওপদের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছে?

  1.  29 জুলাই 2024 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

আইবিপিএস পিওপদে মোট শূন্যপদ?

  1. টোটাল শূন্য পদ হলো 3849 টি

আইবিপিএস পিও পদে অনলাইনে আবেদন তারিখ ?

  1. ১ আগস্ট ২০২৪

আইবিপিএস পিওপদে অনলাইনে আবেদন শেষ তারিখ ?

  1. ২১ আগস্ট ২০২৪
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment