Education Loan E-Voucher 2024: সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা সবথেকে বড় ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও আসবে, শিক্ষার কোন বিকল্প হতে পারে না একটি সুস্থ স্বাভাবিক সমাজ গড়ার মূল লক্ষ্য হলো প্রতিটি মানুষকে সঠিক শিক্ষা প্রদান করা। আমাদের গোটা দেশে অনেক মানুষ সুশিক্ষা বা উচ্চ শিক্ষা থেকে এখনো পিছিয়ে আছে কারণ হতে পারে তারা হয়তো আর্থিকভাবে অসচ্ছল অথবা সঠিক অথবা সঠিক শিক্ষার মূল উদ্দেশ্য গুলি তাদের কাছে এখনো অজানা।
অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা লাভের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আত্মিক দুর্বলতার, সমাজের যে সমস্ত মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভের স্বপ্ন দেখেছে তাদের প্রতিটি স্বপ্ন সঠিকভাবে পূরণ করার বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক দুর্বলতা।শিক্ষার কোন বিকল্প হতে পারে না তাই সমাজের প্রতিটি মানুষ উচ্চশিক্ষা লাভের জন্য প্রতিনিয়ত সংঘর্ষ চালিয়ে যাচ্ছে আর এই উচ্চ শিক্ষা লাভের জন্য এখন থেকে শিক্ষার্থীদের সাহায্য করবে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প এডুকেশন লোন ই-ভাউচার।
Education Loan E-Voucher 2024: এডুকেশন লোন ই-ভাউচার বিবরণ
দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া গত ২৪শে জুলাই ২০২৪-২৫ অর্থ বছরে কেন্দ্র সরকারের বাজেটে বক্তৃতার সময় এডুকেশন লোন ই-ভাউচার স্কিমের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা লাভের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে খুব কম সুদে ১০ লাখ টাকা পর্যন্ত এডুকেশন লোন পাবে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের উচ্চশিক্ষা লাভের জন্য। এই স্কিনের আওতায় প্রতিবছর উচ্চাশিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের লোন প্রদান করবে কেন্দ্রীয় সরকার যার ফলে শিক্ষার্থীরা সমাজ উন্নয়নের জন্য যে উচ্চশিক্ষা লাভের প্রয়োজন তাথেকে তার বঞ্চিত হবে না।
Education Loan E-Voucher 2024: ভিডিও সোর্স ইউটিউব
Education Loan E-Voucher 2024: এই লোনের উদ্দেশ্য
এই লোনের মূল উদ্দেশ্য হল সমাজে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এডুকেশন লোন প্রদান করা সমাজের যে সকল শিক্ষার্থী দ্বাদশ পাস করার উচ্চ শিক্ষা লাভের জন্য উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে কিন্তু তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অসচ্ছলতা, সমাজে সেই সমস্ত মেধাবী ছাত্রদের আত্মিকভাবে সাহায্য করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে প্রতি বছর এক লক্ষ ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষা লাভের জন্য এডুকেশন লোন প্রদান করবে আর এর ফলে সমাজে সেই সমস্ত মেধাবী ছাত্ররা আর বঞ্চিত হবে না উচ্চ শিক্ষা লাভের থেকে। আবেদনকারী প্রার্থীদের কাছ থেকে শিক্ষা লোনের জন্য বাৎসরিক ৩% সুদ গ্রহণ করবে লোন প্রদানকারী সংস্থা। এই প্রকল্পের আরো বড় উদ্দেশ্য হল দেশে শিক্ষা ও শিক্ষার্থীদের মাত্রা বাড়ানো এবং দেশের দরিদ্র শিক্ষার্থীদের সামাজিক জীবনের মান বাড়ানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
Education Loan E-Voucher 2024: সংক্ষিপ্ত বিবরণ
Education Loan E-Voucher 2024: প্রকল্প সংক্ষিপ্ত বিবরণ | |
প্রকল্পের নাম এডুকেশন | লোন ই-ভাউচার স্কিম |
লোকেশন | গোটা ভারত |
অর্গানাশন | কেন্দ্রীয় সরকার |
কাদের জন্য এই প্রকল্প | আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীদের জন্য |
উদ্দেশ্য | শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জন্য ঋণ প্রদান করা |
ঋণের পরিমাণ | 10 লক্ষ টাকা পয্ন্ত |
সুদের হার | 3% বাৎসরিক |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
প্রকল শুরুর তারিক | 23 জুলাই 2024 |
ওফিসিয়াল ওয়েবসাইট | খুব শীঘ্রই চালু হচ্ছে |
Education Loan E-Voucher 2024: এই প্রকল্পের সুবিধা
সারাদেশে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে এডুকেশন লোন প্রদান করা হবে যার ফলে দ্বাদশ শ্রেণী পাস করার পর যে সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক এর প্রয়োজন পড়ে সেই অর্থনৈতিক প্রয়োজন মেটাবে এই এডুকেশন, এই প্রকল্পের আওতায় কি কি সুবিধা আছে তা নিম্নে আলোচিত।
- এই প্রকল্পে বাৎসরিক ৩% সুদে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা জন্য আবেদনকারী প্রার্থীরা লোন নিতে পারে।
- শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের পর বিভিন্ন সংস্থায় বা কোন গভমেন্ট জব করার পর তারা এই লোন সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবে।
- শিক্ষার্থীদের এডুকেশন লোনের জন্য বিভিন্ন সংস্থার কাছে গিয়ে লোনের জন্য আবেদন জমা দিতে হবে না।
- এই প্রকল্পের আওতায় উচ্চ শিক্ষার জন্য কেন্দ্র সরকার ১ লক্ষ শিক্ষার্থীকে এডুকেশন লোন প্রদান করবেন।
- এই প্রকল্পের ফলে দুর্বল অর্থনীতির শিক্ষার্থীরা খুব কম সহজে এডুকেশন লোন নিয়ে তারা নিজেদের উচ্চ শিক্ষার প্রোক্রিয়া সম্পন্ন করতে পারবে।
Education Loan E-Voucher 2024: লোনের পরিমাণ
সমাজিক পিছিয়ে পড়া মেধাবী ছাত্রদের শিক্ষা প্রদান করায় মূল উদ্দেশ্যই প্রকল্পের এই প্রকল্পের আওতায় খুব কম সুদে, অর্থনৈতিক দুর্বল শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় তারা এডুকেশন লোন নিতে পারবে।প্রতি বছর এই প্রকল্পের আওতায় প্রতিবছর ১ লক্ষ আবেদনকারীকে ১০ লাখ টাকা পর্যন্ত এডুকেশন লোন প্রদান করবে কেন্দ্রীয় সরকার যাতে তারা শিক্ষার জন্য কোন প্রকার অর্থনৈতিক সমস্যার সম্মুখীন না হয়।
প্রকল্পের সুদের হার
প্রতিবছর উচ্চ শিক্ষার জন্য যে ১ লক্ষ শিক্ষার্থীদের কে ১০ লাখ টাকা পর্যন্ত এডুকেশনের লোন প্রদান করবে কেন্দ্র সরকার তা বাৎসরিক ৩% সুদ দিতে হবে লোন প্রদানকারী সংস্থাকে।
Education Loan E-Voucher 2024: আবেদনকারীর যোগ্যতা
এডুকেশন লোন ই-ভাউচার প্রকল্পের যে সমস্ত শিক্ষার্থী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তাদের বিবরণ নিচে আলোচিত।
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
- যে সমস্ত আবেদনকারী দ্বাদশ শ্রেণী পাস করেছেন এবং উচ্চ শিক্ষার আগ্রহী তারা এই প্রকল্পের জন্য যোগ।
- যে সকল আবেদনকারী এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি নয় তারা এই প্রকল্পের জন্য যোগ্য।
- যে সকল আবেদনকারী উচ্চশিক্ষার জন্য এখনো পর্যন্ত কোনো এডুকেশন লোন গ্রহণ করেননি, তারাই এই প্রকল্পের জন্য যোগ্য আর যদি কোন আবেদনকারী ইতিমধ্যে এডুকেশন লোন নিয়ে থাকে তাহলে তারা এ গ্রুপের জন্য যোগ্য নয়।
- এই প্রকল্পে আবেদনকারী প্রার্থীর পরিবারের যদি কেউ সরকারি কোন সংস্থায় কর্মরত তাহলে তারা এই প্রকল্পের আওতায় এডুকেশন লোন নিতে পারবে না বা যোগ্য হবে না।
Education Loan E-Voucher 2024: প্রয়োজনীয় কাগজপত্র
এডুকেশন লোন ই-ভাউচার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে নিম্নলিখিত নথি পত্রগুলি দরকার পড়বে অনলাইন আবেদনের সময়।
- আধার কার্ড নাম্বার
- প্যান কার্ড নাম্বার
- পারিবারিক আয়ের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- বসবাসের প্রমাণপত্র
- ব্যাঙ্ক পাসবুক
- পাসপোর্ট সাইজ ছবি
Education Loan E-Voucher 2024: অনলাইন আবেদন প্রক্রিয়া
এডুকেশন লোন ইভাউচার কেন্দ্রীয়, অর্থমন্ত্রীর সীতারামন মহাশয়া ২০২৪-২৫ অর্থবর্ষে বক্তৃতায় ২৩ শে জুলাই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এই প্রকল্পের সম্পর্কিত সমস্ত কিছু তথ্য এই প্রতিবেদনে আলোচিত হয়েছে কিন্তু এই প্রকল্পে আবেদনকারীরা কিভাবে আবেদন করবে বা কোন পোর্টালের মাধ্যমে আবেদন করবে তা এখনো সামনে আসেনি খুব শীঘ্রই অনলাইন পোর্টাল ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই প্রকল্পের সব আপডেটের জন্য।
গুরুত্বপূর্ণ লিংক :
Official Website | খুব তাড়াতাড়ি আসতেছে |
Notification | |
Apply Online | খুব তাড়াতাড়ি আসতেছে |
Our Website | |
New Scheme |
FAQs:
এডুকেশন লোন ই-ভাউচার কি?
- এডুকেশন লোন ই-ভাউচার হলো একটি প্রকল্প যার মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য সমাজে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে ঋণ দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা।
কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য?
- এই প্রকল্পের জন্য যোগ্য যে সমস্ত পরিবারে বাৎসরিক আয় তিন লক্ষ টাকার কম এবং অর্থনৈতিক দুর্বল পরিবারের শিক্ষার্থীরা এই লোনের জন্য যোগ্য।
কিভাবে এই লোনের জন্য আবেদন করা যাবে?
- সমস্ত অনলাইনের মাধ্যমে এই লোনের জন্য আবেদন করতে পারবে আবেদনকারী প্রার্থীরা আপাতত অনলাইন পোটাল চালু করা হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে, খুব তাড়াতাড়ি সেটা চালু হবে।
কত টাকা পর্যন্ত শিক্ষার্থীরা লোন পাবে?
- ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রকল্পে আওতায় লোন পাবে।
এই প্রকল্পের লোনের জন্য কত টাকা সুদ দিতে হবে আবেদনকারী প্রার্থীকে?
- আবেদনকারী প্রার্থীকে বাৎসরিক ৩% সুদ দিতে হবে যদি তারা এই প্রকল্পে লোন নেয়।