PM Awas Yojana 2024: নতুন ঘরের লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪: প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি সরকারি প্রকল্প, যার উদ্দেশ্য গ্রাম ও শহরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে বাড়ি নির্মাণের জন্য অর্থ প্রদান করা। দেশের মানুষের আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এবং তা বাস্তবায়িত করে। তেমনি পিএম আবাস যোজনা সরকারের একটি অন্যতম প্রকল্প যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে বাড়ি নির্মাণের জন্য আর্থিকভাবে সাহায্য করা, গ্রাম হোক বা শহর পিএম আবাস যোজনা প্রকল্পের চাহিদা প্রতিনিয়তই ফিরে চলছে।

এই প্রকল্পটি সরকারের অনেক আগের থেকেই চলে আসেছে, ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় বহু মানুষকে সরকার সহায়তা করেছে। পিম আবাস যোজনায় যারা আবেদন করেছেন ইতিমধ্যে তাদের নামের লিস্ট প্রকাশ করেছে কর্তৃপক্ষ যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা অনুগ্রহ করে তালিকাটি দেখে নেবেন।

এই প্রকল্পের প্রকারভেদ (PMAY)

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অন্যটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (শহর) এলাকার জন্য।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G): এই প্রকল্পে আওতায় গ্রামীণ এলাকার গুলির জন্য সাশ্রয় মূল্যের বসবাসযোগ্য বাড়ি প্রদান করা, এই প্রকল্পে গ্রামীন এলাকা গুলিতে বাড়ি নির্মাণের জন্য আর্থিকভাবে সহায়তা করা। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার বাড়ি তৈরি করার জন্য যে অর্থ প্রদান করে তা ৬০:৪০ অনুপাতে ভাগ করে নেয়, উত্তর-পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে ৯০:১০ অনুপাতে আর্থিক সাহায্য বিভক্ত করে কেন্দ্র রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (PMAY-U): এই প্রকল্পের আওতায় সরকারের লক্ষ্য ভারতের শহর এলাকার গুলিতে কম মূল্যের বসবাসযোগ্য বাড়ি প্রদান করা, এখনো পর্যন্ত ৪৩০০ বেশি শহরে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে এলাকার জন্য তিনটি ধাপে বিভক্ত করা হয়েছে সেগুলি হল-

  1. প্রথম ধাপ: এপ্রিল ২০১৫ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা, শহরের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০০ বেশি শহরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা।
  2. দ্বিতীয় ধাপ: এপ্রিল 2017 থেকে মার্চ 2019 পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা, শহরের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২০০ বেশি শহরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা।
  3. তৃতীয় ধাপ: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রথম ও দ্বিতীয় ধাপের মত ৩০ শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে শহরে লেখাগুলির জন্য এই প্রকল্পের বাস্তবায়ন সম্পূর্ণ করা।

এই প্রকল্পে কত টাকা অনুদান দেওয়া হয়:

এই প্রকল্পে আবেদনকারী প্রার্থীকে প্রকল্পের সমস্ত টাকা একবারে প্রদান করা হয় না. কয়েকটি কিস্তির মাধ্যমে এই টাকা তাদের একাউন্টে দেওয়া হয়। বিভিন্ন স্থান বা রাজ্যের অনুদান বিভিন্ন হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে বলা যায়। যাদের বাড়ি পাহাড় ও দুর্গম এলাকায় তারাই প্রকল্পের অবদান হিসেবে ১ লক্ষ ৩০ হাজার টাকা এই প্রকল্পেঅনুদান পান, যাদের বাড়ীর সমতল এলাকায় তারা এই প্রকল্পের অনুদান হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা পান।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:

এই প্রকল্পে (প্রধানমন্ত্রী আবাস যোজনা) আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত নথিপত্রগুলি দরকার পড়বে-

  1. আধার কার্ড
  2. ইনকাম সার্টিফিকেট
  3. আবেদনকারী প্যান কার্ড
  4. আপনি যেখানে বসবাস করেন তার প্রমাণ পত্র
  5. আপনার বিপিএল তালিকার জেরক্স কপি
  6. আবেদনকারীর ভ্যালিড ব্যাংকের পাস বই
  7. আবেদনকারীর ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ছবি
  8. মোবাইল নাম্বার
কারা কারা প্রকল্পের (প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ) জন্য যোগ্য ব্যক্তি:

আমাদের দেশ ভারত বর্ষ এখনো দরিদ্র সীমার নিচে অনেক পরিবার বসবাস করে, সঠিক ভাবে বসবাস করার জন্য বাসস্থানটুকু সঠিকভাবে তারা তৈরি করতে পারছে না, তাই সরকারের এই প্রকল্পের আওতায় যারা দরিদ্র সীমার নিচে এক কথায় বিপিএল প্রার্থীরা এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তি। নিম্নে আলোচনা করা হলো কারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবে-

  1. প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনকারীর পরিবার থেকে শুধুমাত্র একজন এই প্রকল্পে আবেদন করতে পারবে তিনি হল পরিবারের প্রধান।
  2. প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনকারী ব্যক্তি পরিবার কেউ যদি সরকারি চাকরি করে তাহলে ওই পরিবার থেকে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না বা আবেদন পত্রটি গ্রহণযোগ্য হবে না।
  3. এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তির বয়সসীমা ১৮ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে হতে হবে এবং যাদের বার্ষিক আয় ১লাখ ৯০ হাজার টাকার নিচে তারই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন।
কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন (PMAY)

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন সাময়িক কালের জন্য স্থগিত রাখা হয়েছে কর্তৃপক্ষ তরফ থেকে, যখনই আবেদন করার কোন নিউজ সামনে আসবে তৎক্ষণাৎ https://rojgarbangla.com অফিশিয়ালি ওয়েবসাইটে সেটি আপডেট করে দেয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি প্রকল্পের জন্য আবেদন করবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনার যদি আবেদন করার জন্য কোন প্রকার সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনারা নিকটবর্তী বাংলা সহকার কেন্দ্র অথবা কমন সার্ভিস সেন্টার দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন: সরকারের জনপ্রিয় কিছু জনকল্যাণ প্রকল্প

PM Awas Yojana 2024: এই প্রকল্প আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন:
  1. প্রধানমন্ত্রী আবার যোজনা প্রকল্পে লিস্টে আপনার নাম আছে কিনা দেখার জন্য আপনাকে (https://pmayg.nic.in/) প্রথমে অফিশিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  2. এরপর আপনার সামনে হোম পেজ ওপেন হয়ে আসবে, আপনাকে “Stakeholder” অপশনটি বেছে নিয়ে সেখান থেকে “Beneficiary IAY/PMAYG” অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে।
  3. এরপর আপনাকে “Advanced Search” অপশনে ক্লিক করতে হবে সেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য ইত্যাদি অপশন বিকল্পগুলি দেখতে পারবেন সেখান আপনার সমস্ত প্রকার সঠিক তথ্য দিয়ে সার্চ করলে যদি তালিকা আপনার নাম থাকে তাহলে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন প্রধানমন্ত্রী আবাসনে আপনার নামের লিস্ট কিনা।
গুরুত্বপূর্ণ লিংক:
অফিসের ওয়েবসাইটএখানে ক্লিক করুন
নতুন চাকরির খবরএখানে ক্লিক করুন
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment