BSK Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি খুশির খবর নিয়ে এসেছে রাজ্য সরকার নতুন করে আবারো রাজ্যের প্রতিটি জেলায় বিএসকে নিয়োগ করবে রাজ্য সরকার। এলাকায় সমস্ত মানুষের কাছে সঠিকভাবে পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৪৩১ টি নতুন করে বাংলার সহায়তা কেন্দ্র (বিএসকে) চালু করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।
এরপরে ফলে যেমন উপকৃত হবে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ তেমনি উপকৃত হবে বেকার যুবক যুবতী যারা বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে মাধ্যমে নিজেকে সাবলীল করতে পারবে। রাজ্যে ১৪৩১ টি নতুন করে বিএসকে কেন্দ্র করার চিন্তাভাবনা নেই যে রাজ্য সরকার প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মচারী নিয়োগ করবে রাজ্য সরকার। এখনো পর্যন্ত রাজ্য সরকার ৩৫৬১ টি বাংলা শয়তাকেন্দ্র বিএসকে চালু করেছে রাজ্য সরকারের বিভিন্ন পরিসেবা বিনামূল্যে প্রদান করার জন্য।
BSK Recruitment 2024: সংক্ষিপ্ত বিবরণ
আবেদনকারী প্রার্থীদের সুবিধার্থে সংক্ষিপ্ত বিবরণ-
স্পেসিফিকেশন | ডিটেলস |
পোস্টর নাম | BSK (বাংলার সহায়তা কেন্দ্র) |
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | ওয়েবেল টেকনোলজি লিমিটেড |
বিজ্ঞপ্তির তারিখ | Coming Soon |
অনলাইন আবেদনের তারিখ | Coming Soon |
আবেদনের শেষ তারিখ | Coming Soon |
চাকুরি স্থান | West Bengal |
যোগ্যতা | 12th Pass |
পরীক্ষার পদ্ধতি | Offline |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wtl.co.in/ |
বিজ্ঞপ্তি | Coming Soon |
অনলাইনে এপ্লিকেশন | Coming Soon |
BSK Recruitment 2024: পদের নাম
রাজ্য সরকারের অধীনস্থ প্রাইভেট টেকনোলজি লিমিটেড কর্তৃপক্ষ বিএসকে (BSK) বাংলার সহায়তা কেন্দ্র পদের জন্য কর্মী নিয়োগ করবে।
BSK Recruitment 2024: বিএসকে কি?
BSK সম্পন্ন নাম বাংলার সহায়তা কেন্দ্র যেটি রাজ্য সরকারের একটি প্রজেক্ট এই প্রজেক্টে ওয়েবেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড সংস্থার সঙ্গে একত্রিতভাবে রাজ্য সরকার কাজ করে চলছে, বিএসকের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে এলাকা থেকে শুরু করে পৌরসভা এলাকায় বিভিন্ন দপ্তরে বিএসকে কেন্দ্র খুলে রাজ্য সরকারের প্রতিটি পরিকল্পনার বিনামূল্যে পরিষদের প্রদান করে চলছে।
BSK Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে) তে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বাদশ শ্রেণী পাস হতে দেবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এছাড়া আপনাকে কম্পিউটার বিষয়ক নলেজ থাকতে হবে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি।
কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে বিএসকের কাজগুলি অনলাইন হয় তার জন্য আপনাকে অনলাইনের বিষয়ে জ্ঞান থাকাটা আবশ্যক। উদহারণ স্বরূপ হিসেবে রাজ্যের যে কোন প্রজেক্ট এর অনলাইনে ফরম পূরণ করার দক্ষতা থাকা।
BSK Recruitment 2024: শূন্য পথ
বাংলা শয়তা কেন্দ্রের জন্য রাজ্য সরকার ১৪৩১ এর নতুন কেন্দ্র তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ২ জন করে বিএসকে কর্মী নিয়োগ করবে, এর ফলে এর ফলে ২৮৬২ জন কর্মী নিয়োগ করতে চলছে রাজ্য সরকার।
সব থেকে বেশি ১৫৯টি কেন্দ্র নিয়োগ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এছাড়াও মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলায় ১০০টি করে বেশি বিএসকে কেন্দ্র চালু করবে, তাছাড়া প্রত্যেকটি জেলায় নতুন করে পিএসকে শূন্য পদ রয়েছে।
BSK Recruitment 2024: বয়সসীমা
বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে বিজ্ঞপ্তিতে যে সমস্ত আগ্রহী আবেদনকারী প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স ১৮ বছরের উপরে এবং ৪৫ বছরের মধ্যে যদি থাকে তাহলে তারা বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে পদে আবেদন করতে পারবে।
BSK Recruitment 2024: বেতন
বাংলা সহায়তা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করবে রাজ্য সরকার ও ওয়েবের টেকনোলজি প্রাইভেট লিমিটেড সংস্থা, তাদের কে প্রাথমিকভাবে 12000 টাকা মাসিক সেলারি দেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে।
BSK Recruitment 2024: বিএসকের কাজ কি ?
রাজ্য সরকার ও ওয়েবেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ যে সমস্ত প্রাপ্তিকে বিএসকে পদে নিয়োগ করে তাদেরকে প্রাথমিকভাবে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবার বিনামূল্যে প্রদান করা এবং বিভিন্ন ডাটা এন্ট্রি কাজ করা প্রাথমিক কাজ বিএসকে কর্মীদের।
BSK Recruitment 2024: আবেদন প্রক্রিয়া
রাজ্য সরকার ও ওয়েবেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ বাংলা সহায়তা কেন্দ্রে বিএসকে কর্মীর পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে আবেদনকারী প্রার্থীরা ওয়েভেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্রটি জমা দিতে পারবেন।
অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা, কন্টাক্ট ডিটেলস কম্পিউটার সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
BSK Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া
রাজ্য সরকার ও এবেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ বিএসকে পদে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক ভাবে লিখিত পরীক্ষা দিতে হবে এরপরে যদি তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে ডেকে নিবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঠিকভাবে সম্পূর্ণ হলে কম্পিউটার টেস্ট পরীক্ষায় দিতে হবে আবেদনকারী প্রার্থীদের কে, কম্পিউটার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা বিএসকে পদে নিযুক্ত হবে।
BSK Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিংক
আবেদনকারী প্রার্থীদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ লিংক নিচে দেওয়া হল-
Official Website | Click Hare |
BSK Website | |
Notification | Coming Soon |
Apply Online | Coming Soon |
Our Website | |
New Job |
FAQs:
বিএসকে (BSK) কি ?
- (BSK) বাংলা সহায়তা কেন্দ্র
বিএসকের (BSK) প্রধান কাজ কি ?
- রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ জনগণকে বিনামূল্যে প্রদান করা এবং ডেটা এন্ট্রি করাই বিএসকের প্রধান কাজ।
বিএসকে (BSK) কর্মীদেরকে নিয়োগ করে ?
- বিএসকে (BSK) কর্মীদেরকে নিয়োগ করে ওয়েবেল টেকনোলজি প্রাইভেট লিমিটেড, যা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা।
বিএসকে (BSK) কর্মীদের প্রাথমিক বেতন ?
- রিপোর্ট অনুযায়ী বিএসকে কর্মীদের প্রাথমিক বেতন ১২ হাজার টাকা।