Bangla Shasya Bima: আবেদন করলেই মিলবে সরকারি অনুদান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bangla Shasya Bima: আমাদের দেশে ৬৫% মানুষ কৃষির উপর নির্ভর করে তাদের আর্থিক রোজগার করে। ভারতবর্ষের জিডিপি বৃদ্ধি অনেকটাই ভূমিকা পালন করে কৃষিকাজ, তারপরেও কৃষিজীবী মানুষদের আর্থিক অনটনের শেষ নেই তারা প্রতিনিয়ত নিজেদের রক্ত জল করে কৃষি দ্রব্য উৎপাদন করে চলে।

কৃষিকাজের ভূমিকা গোটা দেশে অপরিহার্য, তাই সরকার কিসি জিবি মানুষদের কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে। সেই রকম একটি প্রকল্প হল বাংলা শস্য বীমা, এই প্রকল্পের মাধ্যমে কৃষিজীবী মানুষেরা তাদের অল্প সংখ্যক টাকা দিয়ে চুলের বীমা করিয়ে নিতে পারে এর ফলে কোন কারণে যদি তাদের ফসল নষ্ট হয়ে যায় সেই ফসলের সমস্ত রকমের  আর্থিক ক্ষতিপূরণ কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান করা হয়।

Bangla Shasya Bima: সংক্ষিপ্ত বিবরণ

কৃষকদের সুবিধার্থে এই প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী নিচে আলোচনা করা হলো অনুগ্রহ করে দেখে নিবেন।

প্রকল্পের নাম

বাংলা শস্য বীমা

পরিচালনাকারী সংস্থা

রাজ্য সরকার

প্রকল্পের উদ্দেশ্য

কৃষকদের ফসলের ক্ষতিপূরণ

প্রকল্পের সঙ্গে যুক্ত সংস্থা

বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি

মৌসুম

খরিফ ২০২৪ ধান চাষ

প্রকল্পের স্তর

রাজ্য স্তর

Bangla Shasya Bima

Bangla Shasya Bima: উদ্দেশ্য

এই প্রকল্পের উদ্দেশ্য হলো কোনো কারণে যদি কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, তাহলে কৃষকদেরকে ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকার তাদের ব্যাঙ্ক একাউন্টে অনুদান দিয়ে দেয়। রাজ্যের সমস্ত কৃষক এই প্রকল্পের মাধ্যমে ফসল বীমা করতে পারেন, যে সমস্ত কৃষক তাদের ফসলের জন্য এই বীমা করে থাকেন, যদি তাদের ফসল নষ্ট হয়ে যায় তাহলে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয়।

Bangla Shasya Bima: সুবিধা

রাজ্য সরকার এবং বাজাজ ইন্সুরেন্স কোম্পানি মিলিতভাবে Bangla Shasya Bima প্রকল্পে রাজ্যের প্রতিটি কৃষকের চাঁদের ফসল বীমা করা থাকে তাদেরকে ফসলের ক্ষতিপূরণ হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই বীমা করানোর জন্য কোন টাকা দিতে হয় না কৃষকদের সমস্ত টাকা রাজ্য সরকার বাজার কোম্পানিকে দিয়ে দেয় কৃষকদের বীমা করানোর জন্য।

এখন ২০২৪ সালে খরিফ মরসুম ধান চাষ চাষী শিশুদের আসল বীমা করানোর জন্য আবেদন চলছে। কৃষকেরা বাংলা ফসল বীমা প্রকল্প কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি ডকুমেন্টস দরকার সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এই প্রতিবেদনের মাধ্যমে তাই অনুগ্রহ করে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

Bangla Shasya Bima: কারা আবেদন করতে পারবে

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষক ২০২৪ আবেদন করতে পারবে, খরিফ ২০২৪ মরশুম ধান চাষের জন্য বর্তমান আবেদন চলছে, আগ্রহী কিশোরীরা তাদের ফসল বীমা করাতে আগ্রহী থাকলে তারা আবেদন করতে পারবে।

Bangla Shasya Bima: ক্ষতিপূরণের প্রকারভেদ

বাংলা শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার কৃষকদের তাদের ফসলের ক্ষতিপূরণ বিভিন্ন প্রকারে মাধ্যমে প্রদান করে থাকে। সেই সকল প্রকার নিয়ে নিচে আলোচনা করা হয়েছে অনুগ্রহ করে দেখে নিবেন।

1) জায়গা বিশেষ বিপর্যয়: যদি কোন এলাকায় বিপর্যয় হয় যেমন শিলা বৃষ্টি, প্লাবন, জল জমার মত বিপর্যয় ঘটে থাকে সে ক্ষেত্রে। কৃষকদের প্রকল্পের মার্ধমে ক্ষতিপূরণ প্রদান করে রাজ্য সরকার।

2) ফসল রোপন বিফলতা: এই প্রকল্পের মাধ্যমে কোন প্রকার কারণে যদি কৃষকেরা তাদের মৌসুমের ফসল রোপণ করতে ব্যর্থ হয় সে ক্ষেত্রে কৃষকদের যদি এই প্রকল্পের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তারা আর্থিক ক্ষতিপূরণ পাবে রাজ্য সরকারের কাছ থেকে।

3) অন্তর্বর্তী ক্ষতিপূরণ: প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোন অঞ্চলের ৫০ শতাংশ অধিক জায়গা জুড়ে ফসলের ক্ষতি হয় তাহলে কৃষকেরা এই প্রকল্পের আওতায় বীমা রাশির ৫০ শতাংশ ক্ষতিপূরণ পাবেন।

4)ফসল উত্তোলন বিপর্যয়: এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা যদি ফসল কাটা দুই সপ্তাহের মধ্যে অকালবৃষ্টি বা ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয়ে কাঁটা ফসল জমিতে পরে নষ্ট হয় সে এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ পাবে।

কোন ফসলের বীমা আবেদন শুরু হয়েছে : বর্তমান মৌসুমে খরিফ ২০২৪ ধান ও ভুট্টা চাষের জন্য আবেদন চলছে।

ফসলের বীমা করার সময় সীমা: ধান চাষের জন্য 15ই সেপ্টেম্বর ২০২৪ এবং ভুট্টা চাষের জন্য ৩১ই আগস্ট ২০২৪ পর্যন্ত কৃষকেরা বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করতে পারবেন।

বিমার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: যে সমস্ত কাগজপত্র দরকার পড়বে কৃষকদের সেগুলি নিচে দেওয়া আছে।

  1.  ভোটার কার্ড।
  2. আধার কার্ড।
  3. ব্যাংকের পাস বই।
  4. জমির খতিয়ান অথবা দলিল।
  5. ফসল রোপনের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক দপ্তর কর্তৃক প্রদত্ত।

বীমার জন্য খরচ: বাংলা শস্য বীমার জন্য সমস্ত খরচ রাজ্য সরকার বহন করে কৃষকদের জন্য তাই এই বিমার জন্য কোন টাকায় খরচ করতে হবে না কৃষকদের।

Bangla Shasya Bima: আবেদন প্রক্রিয়া

বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করার জন্য আগ্রহী কৃষকদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারেন। এছাড়াও নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে কৃষকেরা।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইট

Click Here

বিজ্ঞপ্তি

Click Here

Our Website

Click Here

নতুন প্রকল্প

Click Here

New job

Click Here

FAQs:

কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে?

  1. রাজ্যের সকল কৃষক।

এই প্রকল্পের আবেদন করার জন্য কৃষকের নিজস্ব জমি থাকা আবশ্যক?

    1. না, কৃষকের নিজস্ব জমি না থাকলেও আবেদন করতে পারবে।

কৃষকেরা কিভাবে আবেদন করবে?

1.পঞ্চায়েত অফিস বা কৃষি দপ্তরে গিয়ে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা?

  1. ধান চাষের জন্য 15ই সেপ্টেম্বর ২০২৪ এবং ভুট্টা চাষের জন্য ৩১ই আগস্ট ২০২৪
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment